আজ ফাগুন রাঙা বিকেল
কতো পাখি খেলছে পিঞ্জরে
দখিনা বাতাস বইছে
তুমি এ বসন্তে আসবেতো?


গাছ গুলো পাতা ঝরিয়ে
নেড়া হয়ে দাঁড়িয়ে আছে
কাঠফাঠা রৌদ্রে
এ বসন্তে আসবেতো?


পলাশ আজ রক্ত রাগা
কৃষ্ণ চূড়া নিস্তব্ধ
বট পাতা ঝরিয়ে করছে বরণ
তুমি এ বসন্তে আসবেতো?

পড়ন্ত বেলায় আলোর খেলায়
মাঝি দেয় পাড়ি
অপলোক দৃষ্টি মেলে,প্রতীক্ষায় আমি
এ বসন্তে আসবেতো?