আর কিচ্ছু ভালো লাগছেনা
শরীর মন যেন অবসন্ন হয়ে আসছে
দিনের পর দিন এত হিংসা-প্রতিহিংসা দেখতে দেখতে
আর কু-কথার ফুলঝুরি শুনতে শুনতে।


প্রভাতের বিষাক্ত পত্রিকাটাই
চোখ পরতে না পরতেই
চোখ ফেটে গাল বেয়ে ঝড়ে পরছে
দীর্ঘশ্বাসে ভরা রক্তাশ্রু।


হৃদয়ে-মস্তিষ্কে গজিয়ে উঠেছে আজ
অপরের আওরানো কলুষিত আদর্শাবেগ
আর সমাধিস্ত হচ্ছে ফুটন্ত রক্তের জলন্ত তেজ
তাই চূর্ণবিচূর্ণ আজ বঙ্গ বীরের আবক্ষাবেশ।


কালো কাপড়ে বাঁধা মুখ আর মোমবাতির
দীর্ঘ মৌন মিছিল আজ নিপাত যাক
নিপাত যাক বৈদ্যুতিন লেখনীর ঝড়
গর্জে উঠুক আজ মহামানবের অচেনা প্রান্তর থেকে
নামি বন্দর সর্বস্তর।


সৃষ্টির স্রষ্টারা আজ অবহেলিত
অপমানিত এই কদর্য রোষানলে
তাই পূজিত হয় সৃষ্টির বিনাশকারি
এই সংখ্যালঘুর গালভরা গনতন্ত্রের রংমাখা আদলে।