ভ্রূণ হত্যা দণ্ডনীয় অপরাধ
আইন তো তাই বলে!
মাছের ডিম তবে ভ্রূণ নয়
তাই তো পাতে হামেশাই চলে।


সর্বোচ্চ আদালত বলছে যে
লিঙ্গ নির্ধারণে হবে জরিমানা।
মুরগীর ডিম রোজ চাই
নাই তাতে মানা।


মানুষের আইন আছে
আছে আদালত;
প্রানী হত্যা না করলে
সমাজে যায় জাত।


মাছ মাংসে গৌরব বাড়ে
মদে বাড়ে সম্মান
মানুষের ভ্রূণ অতি মূল্যবান
প্রানীর ভ্রূণে ইতর প্রান।


            (প্রানীর মর্যাদা আছে আমার তা জানি কিনা তা সংশয়াধীন)