কিছুটা সকাল ছিল বড্ড বোরিং
কিছুটা সকাল বেশ রোমান্টিক
পারদ চড়া সকালে চায়ের চুমুকে
নোনতা বিস্কুট খেয়ে
যদি এফবি খুলেই তোকে পাই
অনলাইন এর মাঝে
আমার উদাস মনে বাউল গান গায়
কোনো এক অজানা গাঁয়ের পথে
তখন তুই কিছু লিখবিনা সেটা
আমি জেনেই আবার কাজে মনোযোগ
দেই
দরকার নেই চ্যাটিং ফ্যাটিং.......!
এই সব মহাজাগতিক ব্যাপার স্যাপার
আমার জন্য নয়
মার্ক জাকারবার্গের বুদ্ধির থলে
তাকে
অফ করে দিয়ে মস্তিষ্ককে রিফ্রেশ
দেই
কম্পিউটারের মতো
কিছু ক্ষত (যা টিকটিক করে বাজে
অহর্নিশ ঘড়ির কাঁটার মত হৃদপিন্ডে)
ভুলে থাকতে চাই....
সেটা ডিলেট দিলেও কম্পিউটারের
রিসাইকেল বিনের মত জমা রাখি
না না ওটা থাক।
কখন লেগে বসে কে জানে!