এই রাস্তার মাঝে বাউণ্ডুলেপনা বড্ড ভাল লাগে।
বোহেমিয়ান মনখানা স্বপ্ন দেখে
প্রেম করে যায় মায়াবী রমনীর সাথে
স্বপ্নভুক প্রেমিকের দেহখানা অস্পৃশ্য হয়ে রয়
স্বপ্নটা রঙিন থাকে নিদ্রাহীন ঘুমে
অতঃপর জেগে উঠলে গায়ক তুমি
"সাদাকালো মনখানা হয়ে যায় এক নিমেষ পুরোটাই মরীচিকা হাতরাও হতাশায়!"
হেসে হেসে অবচেতন মন কথা বলে
এরপর পাঞ্জাবী পরে বাজখাঁই কন্ঠে
গুনগুন গান গেয়ে ফকিরদের ভিক্ষা কিংবা অন্ধ কোনো পাগলা শিল্পীর ভায়োলিন,স্যাক্সোফোনে মিশে যাওয়া
পকেট হাতরিয়ে দুটো পয়সা
বের করে অভিবাদন জানানো।
আমি নিরুদ্দেশগামী
অবশ্য আমার ঘর আছে
সংসার নেই
নারীর পায়ের ধ্বনি ঘরে ফুটেনা।
সিগারেট খেয়ে একশেষ
গভীর রাত্রে কান্না পেলে
একা একা পায়চারী ঘরময়
বলে মন-
ওহে বোহেমিয়ান সঙ্গী খুঁজে সংসার পাতো।