সুস্থ মস্তিষ্কের ভাবনায় চাকু
চালিয়ে ফালাফালা করে দিচ্ছে
অহর্নিশ সময়।অদ্ভুত সময়ে লজ্জার
সাজসজ্জা ফেলে রেখে
কিম্ভুতকিমাকার হয়ে সার্কাসের
ক্লাউন সেজে তাতা থৈ থৈ নৃত্য
দিয়ে নারীর সামনে চালায়
তাণ্ডবলীলা।পাশের ঘরে মোরগ
মুরগীর কক্ কক্ শব্দে মূর্ছা যেতে হয়
প্লেট গ্লাস স্বপ্নের ভাঙাচোরা
খেলা।প্রতিদিন শিখতে পারা
প্রতিবেশীটির সংসারের
খুঁটিনাটি।দাঁতকপাটি,হাড়হাভাতের
মতো মোরগের ঝুটির কী বাহার!
হাফবোতল রামের নেশার ঘোরে
মোরগের অশালীন তাণ্ডবনৃত্য।গভীর
রাত্রে শোনা যায়
হাসাহাসি,দুস্টুমি,চুম্বনের শব্দ;নৃত্যটা
ছন্দের।ভেউভেউ করে পার্কেতে
বসে ডালমুট বাদামভাজা,আকাশটা
নীল করে হাসা,ভবঘুরে আমার
চোখেতে পড়ে যায় কোনোএক পড়ন্ত
বিকেলের কোলে।চোখ জলে ভরে
আসে আনন্দে নাকি দুঃখে বুঝিনা।
এই কি সংসার!তবে যদি তাই হয় তবে
বলে দিলাম-আমি মাতাল হলে তবেই
সংসার পাতবো