তোর কাছে কী পাগলামি করবো বল
তুই তো একটা সুখের পায়রা
সুখ মেখে তুই হেঁটে বেড়াস এধার ওধার
চোখের তাঁরায় জমাট আনন্দ।
তুই যদিও বড্ড বাসিস ভালো
পাগল যত ধনীর সাজে
চালচুলোহীন এই আমি শোন
খোঁচা দাঁড়িতে আমারও আঁকা পাগলামি এক।
ধুলোয় মাখা জিন্সটা পড়ে
পারবোনারে টাকা দিয়ে গিফট দিতে।
পারব একটা পদ্য দিতে
খেরোখাতার জীর্ণ পাতায়।
শিউলি ফুলের গন্ধ ছড়াবে সকাল-সন্ধা পদ্যখানা
টাকা দিয়ে পারবোনারে পাগলামির চূড়ান্ত হতে।
পকেট আমার গড়ের মাঠ
বুকপকেটে পদ্যখানা উঁকি মারে
হাসতে চায় তোর বেডরুম!
জানি আমি পাবোনা পাত্তা
তুই তো সুখের পায়রা একটা
দুঃখটাকে ভাগ করাটা তোর সাজেনা
আমার সাথে।
পদ্য একটা পারব দিতে
সেটা কি কোনো পাগলামি নয়।