অনেক হয়েছে রাত ঘুম স্বার্থপর
হাতে সিগারেট জলন্ত বুকের সাথে
পাপেট শো খেলছে সিগারেট..
কোলকাতা আমার শহর তুমি
নিস্তব্ধ এখন চারপাশ।
নিয়ন ক্লান্ত!
ফ্যাকাসে হয়ে পাচ্ছেনা পথচারী
ঘুমিয়ে পড়বে কি তুমি এইবার
কোলকাতা!
প্লিজ আমার ঘুমের আগে
ঘুমিয়ে পড়না কোলকাতা!
আমার কাটখোট্টা সংসার টা
অভাবের সাথে অভিযোজন
আরশোলার সাথে সহবাস
বুকভরা বিশ্রামহীন নিকোটিন।
ঘুম আসেনা ঘুম তুমি ক্যানো স্বার্থপর
কোলকাতা চেয়ে দ্যাখো..
সেই সুদূর কোনো প্রত্যন্ত গ্রাম থেকে
পাড়ি জমিয়েছি এখানে।
শূন্য হাতে ফেরাটা কি সফলতা
নাকি জীবনের সারকথা?
ভিক্টোরিয়ার কাল পরীটার মত
আমিও কি শূন্যে ডানা মেলবো
শূন্যে কি মেলিনি ডানা?
ভবঘুরে হয়ে ছুটে চলা
না না কাঠবেকার বলব না
ভবঘুরে ওটাও তো কাজ
এখন রাত অনেক
আমার ঘুমিয়ে পড়ার আগে
ঘুমিয়ে পড়না কোলকাতা!