আমি সমুদ্র দেখিনি সামনাসামনি
কিন্তু এটুকু বুঝি সমুদ্রের সামনে
দাঁড়ালে
মানুষকে বড্ড তুচ্ছ মনে হয়
নিজেকেও ওরকমটি লাগবে বলে
সন্দেহ নেই
কারণ আমিও দুগ্ধপোষ্য
কঠিন বাস্তবতারই মানুষ
আমিই বা ব্যতিক্রম হব কেন?
আজ তোর সামনে দাঁড়িয়ে
তোর চোখে সমুদ্র দেখেছি
তাই তোর সামনে নিজেকে তুচ্ছ মনে
হচ্ছে
আমার বুকের মাঝে সমুদ্রের মহাগর্জন
নিয়ে
হাঁটু গেঁড়ে দাঁড়িয়ে একগুচ্ছ
রজনীগন্ধা
(সেই কোনো এক শ্রাবণের পড়ন্ত
বিকেলে
তোকে যেভাবে দিয়েছিলাম)
নিয়ে তোকে
আবার সেই ফ্ল্যাশব্যাকে
গিয়েছিলাম
কিন্তু আমার পা বড্ড থরথর করে কাঁপল!
কারণ তোর চুলের ফাকে লাল সমুদ্রের
ধারা
কে যেন করে দিয়ে গেছে!
তোর চোখে সমুদ্র দেখেছি আমি আজ
এটা কি মরীচীকা?
নাকি আমার উদ্ভট চাউনি
বুঝে উঠতে পারছিনা
শুধু বুঝেছি আমি আজ তুচ্ছ তোর কাছে!
তুই জয়ী
আমি পরাজিত
আমি তুচ্ছ তোর কাছে!