ব্যালকনি ধরে দাঁড়িয়ে আছে
একটি ছেলে।
ছেলেটি আমি
দুরে অস্পষ্ট মুখের চাউনি নিয়ে
দাঁড়িয়ে একটি মেয়ে
তার মুখে বিষণ্ণতা নাকি আনন্দের
স্রোতধারা
ঠিক বোঝা যায়না।
মেয়েটিকে চিনিওনা।
এই পঙক্তিগুলো
আমার এক কাছের
বন্ধুকে দেখাই।
সে বলে
কি সব ছাইপাঁশ লিখছিস ভাই? আমি
হাসি
হাসিটি প্রকাশ করিনা
অবশ্য আমার ঘিলু থেকে এগুলই বের হয়।
অনেক ভালো লেখার প্রচেষ্টা
নিয়েও লিখতে পারিনা….
ছাইপাঁশ….
তবুও লিখি
তারপরও ব্যালকনিতে দাঁড়িয়ে
থাকি কোনো এক পড়ন্ত বিকেলে
মেয়েটিকে বড্ড চেনা মনে হয়
আজকাল মেয়েটিকে ভাবতে
ভাবতে
কখন যেসিগারেট ঠোঁটে থেমে
যায়
ফিল্টার ধরে আসে
বুঝতে পারিনা।
হাতে থাকে নিকোটিনের গন্ধ আর
চোখে একটি স্বপ্ন
হাতে কলম
তোমার জন্য লিখছি ।