প্রবল ঘোরের মধ্যে
রাত্রি এলোমেলো।
কণ্ঠস্বর রুদ্ধ প্রায়- প্রবলতৃষ্ণায় গলা
শুকিয়ে কাঠ। মাথার শিরা করে দপদপ
রব খাটখানা দুলে
বেশ আলতা ভাবে
ভূমিকম্প এলো বুঝি ঐ...
গলার নিকটে জমা একদলা টকটক দই
বের হয়ে যাবে বুঝি... পাকস্থলী-
টাকস্থলী
গলে। সমতল
মেঝে মাখামাখি
এই বুঝি...
তবু দই থাক তুই
কণ্ঠনালি ভেদে
রোমন্থন করে তবু
দেহে আনি বল।
প্রবল ঘোরের মধ্যে তক্তপোশে শুয়ে
রাত্রি দিন এলোমেলো
স্বপ্ন দেখেদেখে মস্তিষ্কের অদৃশ্য
খাতার পাতে এঁকে যাই.
হলুদ আকাশ..
শাদা কাক, নীল বক.
লাল বৃষ্টির জল..
সবুজ ক্যাটকেটে বিড়াল...
আর শৈশবে দাঁড়িয়ে থাকা একা
আমার ছেলেবেলা আর লিখে যাই
একটা কবিতা।
আমার অসুস্থ কবিতা...