ভালো সবার জন্য নয় সবাই ভালোর
জন্য নয়।
ভালোর অন্বেষণে পৃথিবীর
পঙ্গপালগুলো মুখটি মলিন করে
কিঞ্চিৎ অপূর্ণতায় চোখের ধূয়াশায়
অলৌকিক রেলগাড়ি চালিয়ে
দুমড়ে দুমড়ে আছার খায় নোনা জলের
স্রোতে।
যে জলের ভেতর থাকে
বিতৃষ্ণা,দুঃখ,ক্লান্তি,জড়তা
এই সম্পর্ক ভেঙে সবাই ভালো থাকতে
চায়
ব্যাপারটা স্বাভাবিক।
কারও আকাশ বেশ বড়
সে আকাশে সুখের ঘুড়ি উড়িয়ে
দীর্ঘদৃষ্টিময় চোখে আর
পেটে বিলাসী বার্গার,পিজ্জা
সকলের ভালোবাসা,প্রেম আদরের
ছোঁয়া নিয়ে মেকি ক্ষীণদৃষ্টি
নিয়ে ন্যাকামি ভঙ্গিতে উগলায়-
আমি ভালো নেই
আমি সাড়ে পাঁচ ফুটের এক মধ্যম
শ্রেণির সাধারণ
ছোট খাট হাইট নিয়ে বুকটা ফুলিয়ে
রাখতে চাই।
হাঁটতে চাই আকাশের পথে
বাতাসের সাথে,
উদার ভঙ্গিতে,
অন্য ব্যতিক্রম জীবন নিয়ে।
কিন্তু হৃদপিন্ডের শাখাপ্রশাখাগুলো
চেপে ধরতে চায়।
বারবার ফিরে আসি একই যায়গায়
একই রাস্তায়,
একই ঠিকানায়,
একই কক্ষপথে,
আমি এভাবেই ভালো থাকতে
চেয়েছিলাম
কিন্তু সেটা আমার জন্য নয়
সবকিছু পূরণ হবার নয়।
ব্যাপারটা স্বাভাবিক
তাই আমি ব্যর্থ মুখেতে হাল ছেড়ে
বলি আমি মোটামুটি থাকতে চাই।