এক মগ কফি খেতে খেতে তোমার কথা বড্ড মনে পড়ে
তুমি সেই তুমি
তোমার ভেতরে থাকা তুমি।
সেই ভালবাসা নামের একটি ঘড়ি আমার বুকে তুমি বসিয়ে দিয়েছ
যেটা ক্ষতস্মৃতি হয়ে বাজছে টিকটিক করে।
টিকটিক ধ্বনি আজও বাজে কিন্তু ঘরির কাঁটাগুলো থেমে আছে
শুধু তোমাকে না পাওয়ার জন্য।
আমার চোখের সামনে নীল সমুদ্রের ফেনা দেখতে শিখিয়েছিলে তুমি।
বিশাল পাহাড়ের মত মন আমার হাতে দিয়েছিলে।
আমার কণ্ঠস্বরে তুমি বসিয়ে দিলে সুর।সেই সুর আজ শুধু আমার বুকের মধ্যে বাজে অঞ্জন নচিকেতার জীবনমুখী টান হয়ে।
আজও আমি শুনি-
তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতনা।
আমার সকালে আজ আর মিষ্টি নেই।শুধু একজন রিয়েলিস্ট হয়ে ভাবি-
শুধু বিষ শুধু বিষ দাও অমৃত চাইনা।
তুমি রেগে যেতে নচিকেতার গানটি শুনলে।
অথচ আজ আমি ভ্যাবাচেকা হয়ে হাসি
তুমি আমাকে বিষ ছাড়া কী দিতে পেরেছো বলতো?
হাঙরের চোয়ালের মত শক্ত তোমার মন
তুমি বাস্তবতাটাকে বেশি জেনেছ।
মোমের মত তোমার মনখানা কখনও কি ছিল বল?
তোমাকে কলিজা ভেবে কত শুদ্ধ রেখেছিলাম আমার কলিজা।
অথচ আজ আমার কলিজায়,হাতে,চিন্তায় চেতনায়
শুধুই নিকোটিনের গন্ধ,
শুধু তোমার জন্য
শুধু তোমার জন্য
শুধুই তোমার জন্য।