আমার পথে কখনো নেমে আসেনা
নীল আকাশ,
আমার ছায়ার সাথে লেগে
থাকেনা নস্টালজিক উপাখ্যান।
এই পথে বিছানো থাকেনা দুটো
টাকা।টাকার মোহ থাকেনা।
পথের দু’ধারে পশুপাখির কংকালগুলো
ভেংচি কেটে যায়।
এই অমানিশায় বিশুষ্ক দেহগুলো
ভ্যাম্পায়ার রূপি হয়ে রূপ বদলায়।
আর হৃদপিন্ডের টিকটিক ধ্বনি এরা
খুবলে দিতে চায়
বের করে নিয়ে যেতে চায়
আবেগের উৎসভূমি
রক্তময় কংকালসার চর্ম আচ্ছাদিত কদর্য
পিপাসু কলেবর থেকে।
এই পথে নির্ভয়ে হাঁটতে হয়;
নির্ভয়ে হাঁটা মানে রকটাইপ
শরীর করে কৌপীন পোশাকধারী
নয়।নিঃশ্বার্থভাবে অশ্রুময় আবেগে
তাড়িত চ্যাপ্টার খুলে হাঁটতে হয়।
এই পথে হেঁটে গেলে ছোটবেলাগুলি
নষ্টস্মৃতি হয়ে যায়।
এই পথে হেঁটে গেলে পেছনে ফেরা
বড় দায়।কেননা রসযুক্ত মাটি
অদৃশ্য ব্লেন্ডারে চেপে জুস হয়ে
কাদাকাদা মাখামাখি হয়ে যায়।
তাইতো পেছনে ফেরা হয়না
বাউন্ডেলে বলে।
শুধু মনে রেখো-
আমি তোমাদের প্রয়োজনের কেউ নই।