আমার হৃদপিন্ড আমার থেকে দশ হাত দূরে থাকে
ধরতে পারিনা।
আমি বলি কাছে আয়,বোস
ও আমাকে বলে,তুই শুধু আমাকে কষ্ট দিস্
বল কিনা দিস্ না?
আমি বলি,আরে বাবা তুইতো আমিই
তোর কষ্ট মানে তো আমার কষ্ট
এবার ও বসে চুপিসারে
যেন বেশ রাগ আমার উপর।
আমি বলি,একটা সভ্যতা বানাবো
সেখানে সবাই সুখে থাকবে
ভেদাভেদ,কলহ,দ্বিধা-দন্দ্ব,হাত উঁচিয়ে মিথ্যে বলার সাহস পাবেনা।
ও বলে,কী লাভ এতে?
তুই ক্যামন আছিস দেখেছিস?
এক কাপ চা খেতে গেলে পকেট হাতরিয়ে দেখিস
তিন টাকা আছে তো?
আবার সভ্যতা গড়বি!
এতো শুদ্ধ হয়ে কী করতে পেরেছিস বলতো?
একটু নিজের কথা ভাব
একটু স্বচ্ছন্দে থাকাটা কি খুবই কষ্টের।
একটু ভাব বাছাধন
ভাগ্যটা তো জঙ্গলের রাস্তার মত পড়ে রয়েছে
পরিষ্কার কর্।
ভবিষ্যত এতটা ফিউজ করে দিলে চলে?
তোর ভবিষ্যত কী জানিস?
পাছায় বাশ আর হাতে হারিকেন
হা হা হা!