আমার দুটো চোখ বড় অসহায়
ওরা আমাকে কবিতা লেখার সময় কাঁদতে দেয়না
লেখা হয়ে গেলে কিছু ভুল হয়ত চোখে ধাক্কা মারে
আর তখনই সময়টা থেমে যায়
চোখের জলে পথ বড় কাঁদে আর আমি দাসত্ব ভিখারি হয়ে
একটা সিগারেট ধরাই
অথচ সবাইকে বলে বেড়াই,সিগারেট ফিগারেট আমি খাইনা।
জামার দু'চারটে বোতাম খুলে নির্লজ্জ সাজ নিই।
(অবশ্য পূর্বে এরকম ছিলাম না)
কে কি বলল তাতে কিছুই এসে যায়না
অবশ্য তাদের নিয়েই আমার লেখা
এছাড়া কোথাও প্লট খুঁজে পাইনা।
আমার চোখের কোণে সমস্ত বিস্ময় কখন যে আত্নসমর্পণ করে গেছে
তার টের পাওয়া হয়নি
শুধু কলমের কাছে কিছু বিস্ময় জমে থাকে।
এই বিস্ময় গুলোকে আমি নিজ হাতে টুকরো টুকরো করে
রাতের মেন্যু তৈরি করি
যা আমি একাই ভক্ষণ করি,
একটা বেড়াল তা চেয়ে চেয়ে দেখে।
আমার এই রাতের মেন্যু কেউ চোখেও দেখবেনা,
তা আমি ভাল করে জানি
কেননা কবিতা আজ বড় অসহায়
আমার চোখের মধ্যে সর্বক্ষণ জেগে থাকে রাত্রির ল্যাম্পপোস্ট!