একুস্টিক বাদ্যযন্ত্রের তালে কখন যে আনমনা হয়ে যায় সব্বাই ভেবে পায়না।
রবিনের চোখে শুধু নতুন মাতাল ছন্দ,বাজাতে সে বড্ড ভালবাসে।
সবার কাছ থেকে নাম তার এসেছে এলভিস একুস্টিক রবিন,
কফিহাউসের ঘরে ওরা তিনজন রক গানে শুধু মজে
কফির ক্যফেইন গন্ধ খুব একটা হয়না নেয়া।
শুধু চাতে খসে যায় পকেটের টাকা আর খসে সময়,
প্রত্তুষ হাওয়ার সাথে উড়বে বলে সিগ্রেট বয়ে চলে
কবিটাইপ চোখ নিয়ে সম্রাট চলে আসে নতুন ছন্দের তালাশে।
ভাবুক হয়ে কিছুক্ষণ সিগ্রেট টেনে যায়;ফিল্টার কবে ধরে গেছে।
নতুন ছন্দে কোনো মতে লিখে গান এলভিসের হাতে তুলে দেয়
রবিন রিমেক করে সুর,গেয়ে ফেলে ধরা গলায় একটা ঝিমধরা গান।