আমি এখনো আঁকতে পারিনা মনের
স্কেচ
বিশাল ক্যানভাসে পারিনা
ক্যাপশান লিখতে।
আমার হাসি পুরোটাই শেষ,এখন শুধুই
মলিনতা।
একটু হাসির জন্য চোখের জলকে শুধু
কিনি,
কাঁদার শব্দ থাকেনা।
একটু হাসলেই কান্না আসবে
ছোটকাল থেকে শোনা কথা।
অতএব….
হাসি কান্নার সমানুপাতী।
আমি আবাল টাইপের হাসি,দাঁত
ভিসকানো ভুলে গেছি
সরলতা ভুলতে বসেছি।
একধরণের অহংকার মানে সিন্থেটিক
কালচার উৎপাদন করতে হচ্ছে।
এটাও বা কম কি!
তবুও জলে ডুব মেরে খুঁজে বেড়াই
আবাল টাইপের কোনো হাসি
মাড়ির ত্রিশ খানা দাঁত(আক্কেল
ছাড়া) বের করে।
এখানে টাকার দাম বাড়লে মানুষের
দাম যায় বেড়ে আর
টাকার দাম কমলে মানুষের দাম যায়
কমে,অতএব….
টাকা মানুষের সমানুপাতী।
আমি চায়ের আড্ডায় যোগ দিতে
পারিনা
শুধু হয় হয় শব্দগুলি আওরাই
গন্ডারের চামড়া মুড়ে চলি সর্বদা
গালিগালাজ,শুয়োরের বাচ্চাটাইপ
গালি শরীরে মাখিনা।
এগুলো মাখলে যে রাতে ঘুম হয়না
কীটগুলো জ্বালিয়ে মারে
মস্তিষ্কভোতা হয়ে যায়
সবার হয় কি?
হাসির কথা উঠলে হাসতে পারিনা
দাঁত ভিসকাতে ভুলে গেছি
শুধু টোল ফেলে দেই মুখের ছাঁচে
কান্নার কথা উঠলে ডুঁকরে ওঠে না মন
চোখের জল চায় নিরাপদ আশ্রয়।
অবশেষে পাদটীকা….
শহরের সুন্দর স্মার্ট তরুণীকে দেখাতে
পারিনা কোনোদিন
তাদের প্রশ্নাকুল চোখে
আমার আবাল টাইপের সরল হাসি।