বিবর্ণ ঘাসে যদি এক টুকরো স্বপ্ন
ডুকরে কেঁদে যায়
কেউ তা দেখবেনা বৈকি- এ মোর
বিশ্বাস।
যদি কৃত্তিম টাইলস ঘাসে একটুকরো
স্বপ্ন কেঁদে যায়
তবে তা শোনার লোকের হবেনা
অভাব।
দেখ চেয়ে ইটের পাদদেশে আয়তকার
হয়ে ঘাসগুলো পান্ডু হয়ে আছে
দেখেছ কি সেই সব সবুজের ক্রন্দন?
কত সবুজাভ মন এরূপে চাপা পরে ফিকে
হয়ে আছে বহুকাল।
আমার সবুজ মন হায়রে প্রতিক্ষণ লজ্জা
দিয়ে যায়
কে জানি জং এর প্রলেপ লেপে
দিয়ে গেছে নিরালায়
বুঝিনি আমি তার কিছুই।
শুধু জানি- চ্যাপলিন কমিক মুখটি কবে
থেকে ভোঁতা হয়ে আছে।
কোন সে ইটটি আজ নিয়ে গেছে সবুজ
রোদের ছটা?
খুঁজছি তাকেই শুধু বড় শহরের মলাটের
খাঁজে খাঁজে
উঁচু ম্যানশান গুলো ভাবিয়ে তুলছে
আমাকে।
তবে কি তারাই নিষ্ঠুর আত্না?
অহংকারী কংক্রিট জীব?
ঢেলে দিয়ে হিংসুটে ছোঁয়াচে
ভাইরাস।