আমার রক্তের মধ্যে কিছু ভাষা কানামাছি খেলে
তাদের দেগভাল করা হয়না কেননা তারা কংকাল দেখিয়ে
আত্মাকে কাছে আনেনা।
আত্মার কাছে যাওয়া হয়না।
ভাষাগুলো উড়ন্ত চুম্বন করে আমাকে জাগিয়ে তুলতে চায়
প্রতিটি দেহের শিরা-উপশিরা লোমকূপ জেগে ওঠে
ঠান্ডা মস্তিষ্কে রাত হারে।
হলুদ পিঁচুটি বাটা চোখের নগ্ন সৌন্দর্যে....
ইহা চোখের বিতৃষ্ণা ভালবাসা
ইহা প্রেমিকের প্রকাশিত যষ্ঠী মধু।
কত রাত এলো গেল
কত হরিণেরা আমার খাতায় নাম লিখে গেল
আমি এখনও হরিণ খুঁজি ভাষার সন্ধানে।
এ ভাষার মাঝে থাকবে নীল আকাশে বাঁচার আলিঙ্গন
প্রেমিকের বোতাম ছেঁড়া মাদার তেরেসার নির্মল হৃদয়
(ড্রাকুলার সম্পর্কের চ্যাপ্টার হবে ক্লোজ)
আর কংক্রিটের গায়ে থাকবে ঘামের পারফিউম নির্যাস
সুগন্ধ ছড়াবে প্রতিক্ষণ
আমাদের খোকাগুলো যেন ভয় না পায়
পেলে পাবে
এমনিই ঠিক হয়ে যাবে
রক্তের মধ্যে মস্তিষ্কের সাক্ষাৎকার
নাকি….
মস্তিষ্কের মধ্যে রক্তের সাক্ষাৎকার
বুঝি নাহ....নাহ....নাহ....
বুঝে কে?
ধ্যাত্তেরিকা!
কানামাছি খেলে যাক ভাষাগুলো আমার সাথে
আমি কানা হই
ভাষা তুমি হইওনা
তুমি হলে সব শেষ;সব চুরমার,সভ্যতা বিনাশ
সংস্কৃতি ন্যাংটো হয়ে যাবে
ইদানিং যা হয়
বুঝতে পারছ?