রঞ্জিত শুধু একটা নাম নয়
বন্ধুর আরেক নাম ও
যখন আমি কেঁদেছি অরুনিমার দিকে
তাকিয়ে
ওর হাতের পাঁচিল তখন কেঁদে
কুটিকুটি
সব ঠিক হয়ে যাবে,
ব্রেক-আপ এতো খুবই স্বাভাবিক
বন্ধু দেখ সবুজ পাতা হাসছে ঐ তোকে
দেখে।
নিষ্পাপ তুই সেটা কি আমি জানিনা
বড্ড হাল ছেড়েছিস
পুরুষের কণ্ঠে কান্না মানায় না
ওর হাতের পাঁচিলে বন্ধুত্ব
মহাসাগরের চেয়ে কোনো অংশে
কম নয়।
একদিন চাপদাঁড়ি মুখে জলন্ত
সিগারেট হাতে নিয়ে
বলেছিল,গ্যাংটক,সুন্দরবন ঘুরে আসি
চল।
ও এখন মধ্যপ্রদেশে
কেমন আছে জানিনা।
অল্প সময়ের পথ চলা
কিন্তু বুকের ভেতর কতশত যুগ
গ্যাংটক,সুন্দরবন আমাদের যাওয়া
হলনা।
রঞ্জিত শুধু একটা নাম নয়
বন্ধুর আরেক নাম।