হাতের মুঠোয় রাখা রঙিন স্বপ্নটুকু
কবে জানি হয়ে গেছে সাদাকালো পাংশু ফিকে রং
দিন প্রতিদিনে বাড়ে নতুন স্বপ্নের উচ্ছ্বাস।
স্বপ্নকে চোখে পাই,বাস্তবে মিশে যাই
চেয়ে দেখি শুকনো মাটিতে সেখানেই দাঁড়িয়ে।
কঠিন জীবনে শুধু সাদাকালো হাতরাই
রঙিন স্বপ্ন শুধু চোখের কোণে জমে থাকে।
আবার নতুন দিন আসে
যোগ হয় আরেকটা আয়ুর আসরে
আরেকটা রঙিন স্বপ্ন এঁকে দেয় মনের গহীনে।
তাকে ঘিরে চলি ফিরে
হঠাৎ একদিন হৃদপিন্ড ডুকরে কেঁদে উঠে
হাতের মুঠোখানা খুলে দেখি
একেবারে বিলকুল ফাঁকা
আবার রঙিন স্বপ্ন জাগে
আবার হৃদয় মেখে নেয়
লাল নীল জীবনের লিপস্টিক রং!
হঠাৎ একদিন সেই কেঁদে উঠে
আকাশটা ছাইমাখা নীল
রঙিন স্বপ্ন সেতো দূরে চলে যায় মনের ভেতরে উঁকি দিয়ে-
দূরে চলে যায় আমার সাথে ঠাট্টা করে।