কিছু মধ্যবিত্ত যন্ত্রণার মাঝে ডুব দেয় আমার বকের মত সাদা ধবধবে কবিতা।
চষে যায় মাঠঘাট,জলাভূমি,
কিছু মধ্যবিত্ত সুখ খুঁজবে বলে।
আমার ব্যাকব্রাশ চুলের 'পরে অনেকদিন চিরুনি পড়েনি।
যষ্ঠিমধুর সন্ধানে উড়িয়ে দিচ্ছি ছেঁড়াপালক কাশফুলের কাছে।
অনেকদিন সৌন্দর্যকে লন্ড্রীতে পাঠাইনা অভাব আমার মাঝে মাধ্যাকর্ষণজনিত স্বভাব হয়ে আছে বলে।
রাতের বেলা সকাল আমায় ঘুম পাড়ায় আর সকালবেলা রাত আমায় আশ্বাস দেয় ঘুম আনবে বলে
বুকের কবিতার রক্ত ছিঁড়ে খেয়ে
ছায়ামারীচের বেশে ঘুরে বেড়ায় রাত।
আমি তবুও কবিতার রক্ত ছিঁড়তে দেইনা
অবিন্যস্ত উপাত্তের বিন্যস্ত ছক হবো বলে।