আয়নার বিল , ছলো ছলো চোখ
মেঘ ছায়া রোদ সে নয়নে হোক ।
লঘু ঢেউ বুকে  বিরহিণী ঝিল
উড়ে উড়ে ঘোরে এক বোকা চিল ।
          ২
পাঁচিলেতে ঘেরা জমিদার বাড়ি
তার মাঝে বিল বিঘা তিন চারি ।
পাড় তার ভাঙ্গা কালের আঘাত
দিন গেছে চলে , পড়ে আছে  রাত ।
          ৩
চাঁদনীর রাতে একা একা বিল
স্বাপ্নের মাঝে খুঁজে নেয়  মিল ।
ঢেউ তার কাঁপে , বাতাসের শ্বাস
বিল উড়ে চলে ছিঁড়ে  ফেলে  রাশ ।


----- সৌরভ গোস্বামী
(জমিদার বাড়ি । ভগ্ন দশা । পেছনে যেন শিকলে বাঁধা সুন্দরী বিল । ঘুরতে গিয়ে দেখলুম । )