পেছনে তাকাবো ,  না  সামনে দেখি ,
অবকাশ নেই তবু তাকাবার  !
কল্পিত শত  স্বপ্নের পিছু  ছুটতে ছুটতে
মাঝে মাঝে ঠিক এমন প্রশ্ন জেগে ওঠে মনে ।


আমি ভাবি থেমে গেলে কি বা হবে ?
যে নদীর জল স্রোত  হারায় , তখন সে মৃত ;
এই সব থেমে যাওয়া অবুঝ নীল আত্মারা
চলতে চেয়েই  চলবার নেশা  লালিত করছে  ।


আমি থেমে গেলে
মন পাখি ডানা মেলে উড়ে চলে ।
আমি যেতে গেলে
ক্লান্ত মন কাঁদে চুপিচুপি ।