অজস্র নীল গোলাপ
সমুদ্রের ঢেউ এর মতন
ফুটে ওঠে বালির বুকে ।
আকাশেতে ওড়ে কালো চিল
পাক খায় ! ঘোরে।
আদিগন্ত নীল এ পারাবার
বিচ্ছিন্ন করেছে  দ্বীপ।


নেটওয়ার্কে নেই কাভারেজ
বিস্তৃত বালুকার রাশি
চোরা বালি আর জল মিশে
নীল বিষ ককটেল বানায়।


কেউ  কথা বলে না  নির্বাসনে ।
যেনো পাপত্মার জল ছবি
বহুদূর ও দূরান্তে চেয়ে থাকে ।
অদৃশ্য মাস্তুল হাতড়ায় ।


সুপ্রচুর নীল গোলাপ
ফুটে ঝরে যায় । অবিরত।
   ভাঙ্গা কাঁচ  বালু ঘড়ি
আটক করেছে   সময় ।