ওরা রোদ গায়ে , মেখে চলেছিল , পিচ ঢালা পথে ,
একুশে শহর থেকে দূরে লোক , চোখের আড়ালে ,
এক সারি বেঁধে , নিজেদের চেনা জগতের দিকে ----- ।  
কালো দেহ গুলো ছায়া ফেলেছিল পথে ঝোপে ঝাড়ে  ,
আর বাতাসে যে  ভাসছিল  সুর , ওরা গাইছিল ।  
সুখা নদীটার  সাঁকো পেরিয়ে , মস্ত মাঠের
পাশ দিয়ে বেঁকে ছায়া হীনা এই পথ গেছে চলে ,
বিমর্ষ  এক কুকুর হটাত উঠে বসে সোজা ,
ল্যাজ নারায় ,হাঁপাতে হাঁপাতে  চেয়ে চেয়ে দেখে ,
আর চেয়ে থাকে  হাই টেনশনের তারে বসে থাকা -
কালো  বুড়ো কাক ।  তাড়া নেই  তার , পাখা মেলবার   ।