আসা তার ছিল অমোঘ ।  তবুও  ,
ফুলে ফোটে হাসি , নদীও চায় না
থেমে যেতে একা  চলতে চলতে ।
একটা ঘাসও  ভুলে যেতে চায় -
নিঠুর  মতন  যার কথা , মনে  ;
অঙ্গ দুলিয়ে  আগমনী গায় !


হিমেল শিশির , তবু  কেঁদে  যায়  ,
অমোঘ নিয়তি  ভুলে থাকা দায়   ।