জীবনের সামনে মুখোমুখি দাঁড়িয়ে
যদি মাথা উঁচু করে বলতে পারি-
"আমি ভালো আছি',
তবে সে ভালো থাকার কারণ
আমার ভালোবাসার মানুষ-
তুমি।
তোমার জন্যই জীবন কে বলেছি-
ভালো আছি।
ভালো আছি দিগন্তবিস্তৃত খারাপের মাঝে,
ভালো আছি ভোরের সোনালী আকাশে,
ভালো আছি তীব্র দাবদাহে,
ভালো আছি পড়ন্ত বিকেলে,
ভালো আছি চাঁদের আলোর বন্যায় ভেসে যাওয়া
কোনো এক জোৎস্না রাতে,
ভালো আছি পাহাড়চূড়ায়,
ভালো আছি সমুদ্রের সুবিশাল ঢেউ এর মাঝে।


তীব্র আঘাত হানে বুকের ভেতর
অতীত,প্রেমের চাদরে ঢাকা পরে যায় অতীত,
ভালোবাসার উষ্ণতায় বাষ্প হয়ে যায় সে আঘাত।
তুমি অতীতের অসহ্য কষ্টে প্রলেপ লাগানো
আদরের মলম।
তুমি আগামীর উৎকন্ঠায় উদ্বিগ্ন হৃদয়ে এক পশলা
শান্তির বৃষ্টি।


তুমি তাই ভালো থাকার কারণ-
ভালোবাসার মানুষ।