আড়ালে আবডালে লুকিয়ে থাকা
গতজন্মের পাপ,ছোবল মারছে ফুসফুসে
আর একটু একটু করে ফুরিয়ে আসছে প্রাণবায়ু,
নিকোটিন এর সুখী গৃহকোণ,এপাশ-ওপাশ-দিগ্বিদিক।
মানবসভ‍্যতার অসভ‍্য বিচরণের মাঝে এক পশলা
প্রেমের বারিষ-রিমঝিম-রুমঝুম। বিষন্ন জীবনের ধারাপাত- সুরহীন,তালহীন বেমালুম ভায়োলিন।
শুকনো শুকনো ঝরাপাতার দিন এলো-গোধূলিবেলায়।
তোমার আলগোচে খাওয়া পাগল হাওয়া ক‍রলো খেলা
আমার বুকবারান্দায়-ভাবসাগরে ডুবসা‌ঁতার।
ভেসে আসে স্রোতের টানে দু চারটে মরে যাওয়া স্মৃতি,
তার সুবাসেই ম ম করুক মনবাগিচার আকাশ বাতাস।