বাংলা ভাষা উন্নত শির,
বাংলা ভাষা সোনার ধান।
বাংলা ভাষা লালন ফকির,
বাংলা ভাষা রবির গান।
বাংলা ভাষা একুশ তারিখ
বরকত দের রক্তস্নান,
বাংলা গানে বঙ্গবাসীর
বিশ্বজুড়ে জুড়ায় প্রাণ।
বাংলা তুমি হৃদয় জুড়ে
মাতৃভাষা আমার,
বাংলা তুমি সবুজ ঘাস
আর সোনার ক্ষেত খামার।
এই ভাষাতেই কবি নজরুল,
এই ভাষাতেই রবি,
এই ভাষাতেই কলম চালায়
লক্ষ হাজার কবি।
ফেব্রুয়ারির একুশ তারিখ
সোনা দিয়ে গাঁথা,
বিশ্বজুড়ে বঙ্গভাষীর
হয়েছে উঁচু মাথা।