সেই বৃষ্টিটা আজও থামেনি,
অনেকটা সময় কেটে গেছে।
সেই বৃষ্টিটা শিখিয়েছিলো
অপেক্ষা কাকে বলে।
কিলোমিটারের পাশের সংখ্যা টা
ততক্ষণে তিন অঙ্ক থেকে দু অঙ্কে এসে দাঁড়িয়েছে,
তবুও বৃষ্টিটা থামেনি।
নদী গুলো বইছে বিপদ সীমার ধার ঘেঁষে
আর আগুন জ্বলছে আড়ালে,আবডালে।


অবশেষে একদিন,
অপেক্ষা শেষ হয়।
আগুন ও নিভে যায়।
তবু বৃষ্টি এখনও থামেনি।
এবার বন্যা এলো এ বুকের নদীতে,
অনেক বছর কেটে গেল,
তোর গন্ধ বাতাসে ভাসেনি।
না,বৃষ্টি এখনও থামেনি।