কবিতা তো একটা জীবনের মতো।
জন্ম আছে,ভালোবাসা আছে,মৃত্যু আছে।
অনেক পাওয়া না পাওয়ার মাঝে
একফোঁটা শান্তির ঠিকানা -কবিতা।
আধখানা মানুষের ভালোবাসা,
তার থেকে অনেক গভীরে ধূসর চিন্তারা।
কবিতা ভাসায় উথালি পাথালি সাগরজলে,
দ্বীপ দ্বীপান্তরে,পাহাড় চূড়ায় এক লহমায়।
কবিতার ক্লান্তি নেই এক নিমেষ,
কবিতা ক্ষেপণাস্ত্রের মত শক্তিশালী,
কবিতা প্রতিবাদের ভাষা,বিপ্লবের ভাষা।
একটা কবিতা একটা লাল গোলাপ,
একটা কবিতা একটা রিভলভার,
কয়েকটা প্রেম,কয়েকফোঁটা রক্ত।
একটা জীবন,অনেকগুলো সংগ্রাম,
একটা প্রশ্ন,অনেকগুলো উত্তর।
এ জীবন-কবিতা তোমাকে দিলাম।