খরস্রোতা নদী আমাকে প্রশ্ন করেছিলো-
কেন বার বার ছুটে আসো আমার টানে?
উত্তর খুঁজতে খুঁজতে বয়ে গেছে বেলা,
রোদ্দুর মাখা সোনালী পাহাড় চূড়া
তখন গা ঢেকেছে নিকষ কালো আঁধারে।
অনেকগুলো ক্রিসমাস ক্যারল চলে গেছে
পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে।
ফুরিয়েছে অনেক বসন্ত,থেমেছে কোলাহল।
হয়ে গেছে কতবার দেবীর বোধন,বিসর্জন।
খরস্রোতা নদী আজও আমার উত্তরের অপেক্ষায়
বয়ে চলে অজস্র নুড়ি,পাথর,বোল্ডার।
আমি আজ ক্লান্ত - উত্তর খুঁজে পাইনি।
নদী তুমি ক্লান্তিহীন,চির আবহমান-
আজও বয়ে চলো অনেক প্রশ্ন বুকে নিয়ে।