চোখে মুখে  মাখতে চেয়েছিলাম
দু চামচ সোনালী রোদের ছটা
আর বুকের হাপর ভরে এক জীবন ভালোলাগার সুখ ।
সে সুখ মাঝমাঠ থেকে নেওয়া দুরপাল্লার শটের মতন
গোলপোস্টের অনেকটা ওপর দিয়ে চলে গেল
মহাশূণ্যের অজানা ঠিকানায়- লক্ষ্যভ্রষ্ট ।
সে মহাশূণ্যের প্রকাণ্ড কালিমায়
ভেসে চলেছে হাজার হাজার এলোমেলো তারা - দিক্‌ভ্রষ্ট ।
কোথাও হিমশীতল বাতাস, কোথাও উত্তপ্ত লাভা ।
কেউ যেন আচমকা চোখে মুখে ছিটিয়ে দিল
এক আঁচলা লবণাক্ত সমুদ্রজল ।
এক লহমায় সব যেন শান্ত হয়ে গেল,
স্বপ্নগুলো আবার ধেয়ে আসছে গোলপোস্টের দিকে-নিশানা স্থির ।
তবু এক অদৃশ্য হাত উড়ে এলো নিশানার সামনে - লক্ষ্য প্রতিহত ।
আরো একটা সুযোগ - লক্ষ্য এবার আর দুরে নয়,
ভূপতিত স্বপ্নকে ঠেলে পাঠাতে হবে জালে- শেষ প্রয়াস,
এক মুহূর্তের নিস্তব্ধতা -
গোললাইন পার হছে স্বপ্নগুলো ।
অবশেষে সব বাধার পাহাড় কাটিয়ে লক্ষ্যপূরণ ।
মহাশূণ্যের জ্যোতিষ্করা আজ পুষ্পবৃষ্টি করছে ,
যুদ্ধজয়ের দামামা - আকাশজোড়া আলোর রোশনাই ।
আর কারা যেন স্বর্ণরথে করে নিয়ে এলো ঊপহার-


"দু চামচ সোনালী রোদের ছটা
আর বুকের হাপর ভরা এক জীবন ভালোলাগার সুখ ।"