তুই এলি বলে,
এ মনের ধু ধু মরুপ্রান্তরে
বয়ে গেল শান্ত নদীর ধারা।
তুই এলি বলে পাতাঝরার মরসুমে
সবুজের সমারোহ।
তুই এলি বলে জটিল জীবন
এত টা সহজ হলো।
তুই এলি বলে বিকেলের রোদ্দুর
গায়ে মেখে আজ হেঁটে চলি
স্বপ্নের দেশে।
তোর হাতে হাত রেখে,
তোর চোখে চোখ রেখে।
তুই এলি বলে শুকিয়ে যাওয়া
বুকের ভেতর শুরু হলো
অবিরাম বর্ষা।
তুই এলি তাই
জীবন পেল আরো
একটু ভরসা।