মৃত্যুর দামাল পায়ে পিষ্ট হয়ে গেছে
রেবতীর সুখের সংসার,
ঝড়ে উড়ে গেছে তার সব
আঘাতের বুকে আজ  হয়েছে নীরব।
একফালি চাঁদ নিভু নিভু হয়ে
বড় বেশি একা,নিশ্চুপ পশ্চিম আকাশে।
আমার গা ঘেঁষে বসেছে রেবতী
ওকে আমি কী বোঝাতে পারি আর?
শূন্য হয়ে গেছে তার সাজানো সংসার।
এসব প্রশ্নের কাছে আড়ালে দাঁড়ায়
আঘাতের মৌনী মহিমা।


বড় শান্ত হয়ে গেছে সে
বুঝে গেছে এ আঘাত তার একা নয়
এ আঘাতে কেঁপে ওঠে বিশ্ব চরাচর।


                   *****