আগুন পুড়িয়ে দেয় বলে দোষারোপ করো না মানব
আগুনে পুড়ে না কিছুই   ।
পৃথিবীর জরাজীর্ণ যা কিছু জঞ্জাল
জড়বস্তু প্রাণীসব স্বার্থের সঞ্চয়
চিরকাল স্থায়ী নয় ,
সকলকে নিজে নিজে  জ্বলে পুড়ে নিভে যেতে হয় ।
হে পাবক ,তুমি পোড়াও না কিছু রয়েছ  অটল
অথচ পৃথিবীর মানুষ জেনেছে যা কিছু পুড়ছে এখন
তার মূলে তুমি হুতাশন ।
সকলে যা দেখে আমিও তাই দেখি নাকি ?
আমি দেখি আগুনের দাহিকা শক্তি নেই  
পৃথিবীতে নেই আজ তিনভাগ জল ,
দাহিকা শক্তি নিয়ে গ্রাস করে মানুষের বিদ্বেষ অনল ।  


**************************************