ওই যে মেয়েটির গলায় সোনার হার ঝুলছে
সেটা তার  সৌন্দর্যের প্রতীক
সুন্দর অলংকার।
কুখ্যাত গুণ্ডাটার গলায় খুব মোটা সোনার হার ঝুলছে
সেটা তার বীভৎস চেহারার প্রতীক  
অসুন্দর অলংকার।
মদ্যপ ধর্ষণকারী ছাত্রনেতা ব্রজসুন্দর
বড় বড় পুরস্কার পেয়ে বিখ্যাত কবি হয়ে উঠল
ধর্ষণ হয়ে উঠল এখন তার অলংকার।
কাঞ্জিলাল যখন একটা খুন করেছিল
লোকে বলত খুনী
চারটে খুন করায় বলত কুখ্যাত খুনী
শতাধিক খুন করায় লোকে বলছে সেই কাঞ্জিলাল
খুন বিশেষণে রূপান্তরিত হল
এখন সে মন্ত্রী
অজস্র খুন আর জেলের ঘানি টানা
হয়ে উঠল তার অলংকার।
আমি হারাধন কেরাণীর ছেলে নিবারণ
মা আলুভাতে ভাত খেতে দিয়ে বলেছিল
তুই চালাক না হয়ে ভ্যাবলাকান্ত হয়ে থাকবি
তোকে দেখে অনেকেই শিখবে
পায়ের তলায় দূর্বাঘাসটা যেমন পূজায় লাগে
তোরও মূল্য অসীম রে
ভগবানের অলংকার হওয়া সোজা নয়।


*****************