আমি  এক আহাম্মক
কিন্তু  সবাই আমাকে দেখে হাসে কেন?
আমিতো বুঝি মানুষের নিরালম্ব নিবীর্য চাতুরী
কিভাবে ভেঙ্গে দেয় সুন্দরের ধ্যান।
যারা হাঁটছে দেখি সহজ সরল পথে
তারাতো সবাই আহাম্মক,তবু বোঝে
মানুষ আজো জয়ী হয় সুন্দরের ধ্যানে মগ্ন থেকে,
বুঝেছে উচ্চাবচ পথ বেয়ে  নেমে গেছে
চিরকাল স্নেহ আর প্রেমাশ্রুধারা।


আমিও আহাম্মক বলেই ছল আর চাতুরী ছেড়ে
স্তম্ভিত মৃত্যুর কাছে একা বসে আছি।


                ******