অনেক নদীর জল বয়ে গেছে
দেশ মাটি মানুষের বুকের উপর
রেখেছে শ্যামল ছবি যেন শান্তি অবিকল  
তারপরে আজ সব নর্দমার  জল
কেন যে পায়ের কাছে করে ছল ছল
তাই ভাবি একা ।
এখন আর সেইসব নদী কই ?
স্রোতোধারা হয়ে গেছে ক্ষীণ
মানুষের শবদেহে নদীগুলি হয়েছে বিলীন ।
এখন নদীর জল করেনি আহ্বান
  প্রতিবাদ প্রতিরোধ প্রতিহিংসা
মানুষের সব কীর্তি কবে যেন করে গেছে ম্লান ।
সেইসব নদীজল নেই
নেই কোন শান্তির সময়
বুকের গভীরে আজ আগুনের লেলিহান শিখা
আর নির্জনে মরে যায় গভীর প্রণয় ।


*************************