দিন ও রাতের মাঝখানে গোধূলিবেলায়
সকলে তো ঘরে ফিরে আসে
মানুষ কেন যে ফেরে না বুঝিনি এখনো ।
ধ্বনি ও প্রশান্তির অভ্যন্তরে
অদ্ভুত মায়ার টানে মানুষ
ভুলে থাকে পরিচিত  ঘর
তবে কী আসন্ন  সন্ধ্যায়
থামবে না স্তব্ধতায় হৃদয়ের ঝড় ?
জীবন ও মৃত্যুর বহুকথা জানা হয়ে গেলে
না হয় কিছুক্ষণ প্রশান্তির দেশে চলো
একবার চেয়ে দেখো অপাপবিদ্ধের আহ্বানে
দামাল শিশুও খেলা ছেড়ে আকাশে ঘুমালো ।


***************************