ঋতুস্রাব হয়েছিল যে মেয়েটির
তাকে আমি দেবালয়ে ঢোকার দিয়েছি নির্দেশ ।
বলেছি যাও মা , দেবতাকে দেখিয়ে এস
বেদনা তোমার ।
সে কী শুধু ভক্তিটুকু নেবে ?
বেদনা নেবে না ?
ভরসন্ধ্যাবেলা বিবর্ণ বিষাদ নিয়ে
একবার যাও ।
অকপটে খুলে দাও বেদনার যত দরজা আছে ।
ঢুকেছিল মেয়েটি সেদিন ।
তারপরে অন্ধকার নেমেছে যখন
অসংখ্য তারার মালা ঋতুস্রাব হয়ে
ঝরে গেছে দেবালয়ে দেবতার গায়ে ।
তাহলে কী বেদনার অপার আকাশে
দেবতা রেখেছে তাঁর রাঙা দুটি পা ?


**************************