শীত এলে গাছটির কথা মনে পড়ে
বর্ষার ভারে দেহ তার হয় অন্ধকার
কৃষ্ণচূড়া বিষণ্ণ স্মৃতির মতো একা ।
গ্রীষ্ম নয় বর্ষা নয় শীত ঋতু ঋতুমতী ছিল
তবু তার হলুদ পাতারা ঝরে গেছে
সেদিনের কৈশোরের কুণ্ঠিত আবেগে ।
সশব্দে  জাগে আজও মেয়েটির ভালোবাসা
সলজ্জিত কথার ছলনা
জেগে ওঠে বন উপবন
বাচ্চা পাখিটির মতো ডাল তার
শীতের চাদর হয়ে বসে আছে গাছটির স্তন ।
কতখানি ভালোবাসা দিলে মনে হয়
গাছ মানে ভালোবাসা
কৃষ্ণচূড়া ভালোবাসার  গাছ
বসন্তের স্মৃতি নয় আড়ষ্ট শীতের মতো আজও সে আমাকে ডাকে
ছায়া তার বিবর্ণ  বিষাদ আর
বিস্মৃতির ন্যুব্জ অন্ধকার ।


************************