ভালোবাসার পথে পড়ে দারিদ্র্যের আলো
তোমরাই বলো
কী করে দারিদ্র্য দেখেও ভালোবাসা
মায়াবী আলোক তার দিগন্তে ছড়ালো ?


সে আলোক পেলে মানুষের মুখে হাসি ফোটে
অনভ্যস্ত হাত রাখে অদ্ভুত মায়ায়
সে কী সহজে বন্ধুর পথ দেখে দূরে থাকে
প্রিয়াকে হারায়  ?


ভালোবাসার পথে সেই আলো
দারিদ্র্য দুঃখের ঘ্রাণ সেইখানে
দূরে এসে নীরবে দাঁড়াল ।


*****************