খোলা আকাশের নীচে নিশ্ছিদ্র  আঁধারে
নগ্ন হয়ে শুয়ে  থাকলে ভাঙ্গনের নেশা পেয়ে বসে ।
কারা তখন হাত রাখে রুদ্ধ বাতায়নে ?
কারা শোনায় ভেঙ্গে যাওয়া ঘরের দর্শন ?
ভেঙ্গেতো অনেক গেছি তবু কিছু বাকি আছে ।
সবটুকু ভেঙ্গে গেলে বিলিয়ে দিয়ে যাবো বলে
খোলা আকাশোরর নীচে নগ্ন হয়ে
নিশ্ছিদ্র আঁধারে একা একা শুয়ে থাকি ।
একান্নবর্তী হাড়মাসের মাঝে ভেসে ওঠে
অমৃতপিপাসু আমার চেহারা ।
তখন আর মাটির মায়ারসে ভিজে না শরীর
কেবল দেহে মনে ভাঙ্গনের নেশা ।
মনে হয় এভাবে কতকাল দেখিনি নিজেকে
শুনিনি আকাশের ডাক ।
দেখিনি দুর্ভিক্ষের চাঁদ নেমেছে কখন
মাটির মেঝেতে ।


****************************