সুর করে রামায়ণ পড়ার সময়
বাবা পিসিমাকে বলত , “ রাম
রাবণের যুদ্ধটা একমাত্র সত্য হলে
রামায়ণকে আমরা ভুলে যেতাম  সুরমা ,
ভারতবাসীর জীবনবোধ রামায়ণকেন্দ্রিক ।
আমি কিছু না বুঝলেও শৈশবে ভারতকে
বগলদাবা করে নিয়ে গিয়ে বাবার সামনে
খুলে দিতাম , হলুদ বিবর্ণ পাতাগুলোতে
রহস্যের ঘন গন্ধ পেতাম । মনে হত
আমার বাবা মা ভাই বোনদের নিয়ে ভারতমা
আঁচল পেতে বসেছে আমাদের ঘরে ।
পান খেতে খেতে আমার হাতে দিচ্ছে ।
বাবার সুর করে পড়া আর পুরানো পাতার গন্ধ
আমাকে নেশায় টেনে নিয়ে যেত ।
যে ভারতকে বগলদাবা করে
সিন্দুকে এনে রাখতাম তোমরা আজ আমাকে
সেখানে নির্বাসন দাও শৈশবের সেই গন্ধে ।


*****************************