****************************************
দধীচিদের হাড় সব পড়ে আছে বেশ্যালয়ে শুঁড়িখানায় নর্দমার ধারে
তাদের দেহের রক্ত ঝরেছে ঐ পথের ধুলায়  ঘাসে  সিক্ত মাটিতে ;
গড়িয়াছে তারা বিলাসবহুল প্রাসাদ  মন্দির মসজিদ  কতদিন ধরে
আজ তারা ঘুমিয়েছে সব দিয়ে পড়ে আছে হাড়গুলি বন্ধুর পথে   ।


তাদের দাপটে খসেছিল নক্ষত্র যেদিন সেদিন ধরা  হয়েছে কম্পিত
আজ শুধু হাড় সব  সেগুলিও চিরকাল মানুষের পেয়েছে বঞ্চনা ;
অবহেলা  গায়ে মেখে দধীচিরা ঘুমিয়েছে , হাড়ও সব হয়েছে বঞ্চিত
সুখ আর আনন্দের ঘ্রাণ থেকে তাদের কপালে জুটেছে শুধু ঘৃণা ।


মানুষেরা মরে গেছে শেষ ট্রেন গিয়েছিল থেমে রক্ত শুধু দেখে
তাদের হাড় দিয়ে বজ্র হয়েছে তৈরি বৃত্রাসুরের হয়নি নিধন ;
সেইসব ছোটলোক রক্ত দিয়ে ঘৃণা শুধু গেছে গায়ে মেখে
পৃথিবী ঘুরছে ঠিকই  দেখি আজ মানুষের বিবেকের হয়েছে মরণ ।


****************************************