এভাবেও বাঁচা যায় রমণ-ক্লান্ত এক মনের মতন
তন্দ্রাতুর মানুষের বিবেক দংশনে
অগণিত তারকার দিকে চেয়ে চেয়ে একা ।
এভাবেও ভুলে থাকা যায়
আঁধারের তিরস্কৃত সিক্ত যোনিপথ ,
উদ্ধত রিপুর আস্ফালনে কেঁপে ওঠা দেহ
দুমড়ে মুচড়ে ছিঁড়ে দিয়ে
নিরালায় ঈশ্বরকে মেলে ধরা যায় ।
কিন্তু হায়
মানুষের দেহ-সুখের দাঁত নখ বিস্তৃত এখানে
আজো শুধু অন্ধকারে রমণ বিভোর লিঙ্গের আর্তনাদ শুনে ।
অজান্তেই জীবনের শেষ চাওয়া হয়ে যায় ভুল
অনেক নরম স্তন খোঁজ করে ঘুমঘোরে পুরুষের সন্ধানী আঙ্গুল ।


********************************************