ভেবেছি  এতদিন  ধরে  মনে   যত  ময়লা জমা  হয়েছে  
সব   নদীর জলে  ধুয়ে  আসবো   ।
মনকে জঞ্জাল  মুক্ত করে  মিশে  যাবো  
মানুষের  মাঝে  মানুষের  মতো   করে
মানুষকে   বসাবো   হৃদয়ে  
মানুষের  অশ্রু  মুছাবো  
মানুষকে  ভালোবাসবো  ।


যারা আছে  হৃদয়ের   কোণে  
তাদের  দূরে  রেখে   আসবো ।
এতকাল  ধরে তারাও ঐ  ময়লা  জমাতে
সাহায্য  করেছে   আর  কারো  কথা  না  শুনে
মুক্ত  হবো  ঋণ থেকে  
দেব ঋণ   থেকে   ।


ভেবেছি   কিছু  একটা   হেস্তনেস্ত   করেই  ছাড়বো  
যে কোন ভাবেই  হোক  চিনতে   হবে
নিজেকে   নির্জনে  
ফিরে  দেখবো   অমৃতের  মাঝে  
আমার    চেহারা    ।


**************************************